এক নজরে মৎস্য বীজ উৎপাদন খামার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
মৎস্য বীজ উৎপাদন খামার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া খামারটি শহরের দক্ষিণপূর্ব প্রান্তে এবং শহর হতে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। খামারটির কার্যক্রম শুরু হয় ১৯৬৬ খ্রিস্টাব্দে। স্বাধীনতার পর ১৯৭৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৃত্রিম প্রজননের জন্য ছোট পরিসরে হ্যাচারী স্থাপন করা হয় এবং স্বল্পপরিসরে রেণু উৎপাদন শুরু হয়। পরবর্তীতে ১৯৮৮ খ্রিস্টাব্দে ইউনিসেফ ও বি.আর.ডি.বি এর সহায়তায় বর্তমান হ্যাচারীর কার্যক্রম শুরু হয় এবং সফললতার সাথে চাষীদের রেণু ও পোনার চাহিদা পূরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দ হতে ২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত খামারটিতে ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর কার্যক্রম চলে। উক্ত কার্যক্রমের আওতায় প্রাকৃতিক উৎসের মাছের রেণু থেকে গুনগত মানসম্পন্ন ব্রুড তৈরী করে বেসরকারি হ্যাচরি মালিকদের নিকট স্বল্প মূল্যে বিক্রয় করা হয়। এছাড়া চাষিদের নিকট গুনগত ও মানসম্পন্ন রেণু ও পোনা বিক্রয় কার্যক্রম অব্যাহত আছে। আশা করা হচ্ছে এ সকল কার্যক্রম মৎস্য চাষীদের নিকট উন্নত মানের পোনা প্রাপ্তি নিশ্চিৎ করবে। খামারের সীমিত জনবল থাকা সত্ত্বেও ব্যাপক সম্প্রসারণ কার্যক্রম অব্যহত রয়েছ। উক্ত কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধরণের মৎস্য চাষের উপর চাষী প্রশিক্ষণ, অফিসে আগত চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও চাষীদের পুকুর পরিদর্শণ পূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়ে থাকে। বিগত বছরগুলিতে সফলতার সাথে খামারের সকল কার্যক্রম পরিচালিত হয়েছে এবং অত্র অঞ্চলে মাছ চাষে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস